ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বেঁটে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৫
মারা গেলেন বিশ্বের সবচেয়ে বেঁটে মানুষ

ঢাকা: মারা গেলেন গিনেস বুক অব রেকর্ডস স্বীকৃত বিশ্বের সবচেয়ে খাটো মানুষ চন্দ্র বাহাদুর দাঙ্গি।

রেকর্ড বুকের হিসেব অনুযায়ী, নেপালের নাগরিক দাঙ্গির উচ্চতা ছিল ২১ দশমিক ৫ ইঞ্চি (৫৪ দশমিক ৬ সেন্টিমিটার)।



আমেরিকান সামোয়া দ্বীপপুঞ্জের লিনডন বি. জনসন ট্রপিক্যাল মেডিকেল সেন্টারে বৃহস্পতিবার দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চন্দ্র বাহাদুর দাঙ্গি।

হাসপাতালটির মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এ তথ্য জানায়। আমেরিকান সামোয়া দ্বীপপুঞ্জের ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

বিশ্বের সবচেয়ে খাটো মানুষ হিসেবে স্বীকৃতি পাওয়ার পর বিশ্বভ্রমণে বের হন দাঙ্গি। তার আগে কাঠমাণ্ডু থেকে ৪০০ কিলোমিটার দূরের একটি প্রত্যন্ত গ্রামে বাস করতেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
এসইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।