ঢাকা: হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের প্রধান রেলওয়ে স্টেশনে কয়েকদিন আটকে থাকার পর অবশেষে প্রতিবেশী অস্ট্রিয়ার সীমান্তে পৌঁছাতে শুরু করেছে শরণার্থীরা।
ইতোমধ্যেই অস্ট্রিয়ার সীমান্তে চার হাজারেরও বেশি শরণার্থী এসে পৌঁছেছেন।
শুক্রবার দিনের শেষে শরণার্থীদের নিয়ে প্রায় একশ’ বাসের একটি বহর অস্ট্রিয়ার সীমান্তের উদ্দেশে বুদাপেস্ট ত্যাগ করে। এছাড়া প্রায় ১২শ‘ শরণার্থী পায়ে হেঁটেই অস্ট্রিয়ার দিকে যেতে থাকেন।
এর আগে জার্মানিতে প্রবেশের জন্য শরণার্থীদের ট্রানজিট দিতে সম্মত হয় অস্ট্রিয়ার সরকার। ইউরোপীয় ইউনিয়নের আইনের বাইরে গিয়েই এসব শরণার্থীদের নিজেদের দেশে ঢুকতে দেয়ার কথা জানায় ভিয়েনা।
সম্প্রতি ইইউভুক্ত দেশগুলোতে ঢোকার ক্ষেত্রে ট্রানজিটের জন্য হাঙ্গেরিকেই বেছে নিচ্ছে মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার সংঘাতকবলিত দেশগুলোর শরণার্থীরা।
চলতি বছর সার্বিয়া থেকে ১ লাখ ৪০ হাজার মানুষ হাঙ্গেরিতে প্রবেশ করে। শরণার্থীদের স্রোত ঠেকাতে বর্তমানে সার্বিয়া সীমান্তে সাড়ে এগারো ফুট দেয়াল তুলছে হাঙ্গেরি সরকার।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
আরআই