ঢাকা: দুর্নীতি দমনে ও খোয়া যাওয়া সম্পদ পুনরুদ্ধারে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি আল-সিস্তানি।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) এক বক্তৃতায় তিনি এ আহ্বান জানান বলে তার সহকারী আহমেদ আল-সাফির বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
বক্তৃতায় সিস্তানি বলেন, সংস্কারের অন্যতম বড় পদক্ষেপ হবে সরকারের দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করা ও তাদের কাছ থেকে হারানো সম্পদ পুনরুদ্ধার।
এসময় তিনি ইরাকি রাজনীতিকদের প্রতি দেশের অর্থনীতি স্থিতিশীল করতে ইতিবাচক পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান।
তিনি বলেন, দুর্বল অর্থনৈতিক পরিকল্পনা ও দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যর্থতাও দুর্নীতির একটা রূপ।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
আরএইচ