ঢাকা: সোমালিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে সোমালিয়ার আল শাবাব বিদ্রোহীরা। একই এলাকায় আফ্রিকান ইউনিয়ন সেনাদের একটি ঘাঁটিতে হামলা চালানোর কয়েকদিনের মধ্যেই ওই দুই শহরের নিয়ন্ত্রণ নিলো পশ্চিম আফ্রিকায় তৎপর বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এই জঙ্গি সংগঠনটি।
আল শাবাবের একজন মুখপাত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, তাদের বাহিনী লোয়ার সাবেলে অঞ্চলের আল সালিনদি এলাকার দু’টি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। স্থানটি রাজধানী মোগাদিসু থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
লোয়ার সাবেলের ভারপ্রাপ্ত গভর্নর এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। আফ্রিকান ইউনিয়নের সেনারা ওই এলাকা ত্যাগ করলে শুক্রবার আল শাবাব শহর দুটির দখল নেয় বলে জানান তিনি।
এদিকে সোমালিয়ার বন্দর নগরী মারকায় শনিবার আফ্রিকান ইউনিয়নের সেনাদের একটি কনভয়ে হামলা চালিয়েছে আল শাবাব যোদ্ধারা। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
আরআই