ঢাকা: ইয়েমেনে শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের হামলায় ১০ সৌদি সেনা নিহত হয়েছেন।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) এ হামলার ঘটনা ঘটে বলে সৌদি নেতৃত্বে উপসাগরীয় রাষ্ট্রগুলোর যৌথবাহিনীর মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল আহমেদ আল-আসিরির বরাত দিয়ে শনিবার (০৫ সেপ্টেম্বর) জানিয়েছে সৌদি রাষ্ট্রীয় টেলভিশন আল-আখবারিয়া।
হামলার ব্যাপারে বিস্তারিত কিছু না জানিয়ে খবরে বলা হয়, যৌথবাহিনীর অস্ত্রাগারে হুথি বিদ্রোহীরা হামলা চালালে ওই সেনারা নিহত হন।
ইয়েমেনে অভিযান শুরুর পর এ নিয়ে ৬০ যৌথবাহিনী সদস্যের মৃত্যু হলো। সংযুক্ত আরব আমীরাত জানিয়েছে, এ পর্যন্ত দেশটির ৪৫ জন সেনা নিহত হয়েছে। এছাড়া ৫ বাহরাইনি সেনারও মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
আরএইচ