ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে প্রস্তাবিত সংবিধানের খসড়া প্রত্যাখ্যাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
থাইল্যান্ডে প্রস্তাবিত সংবিধানের খসড়া প্রত্যাখ্যাত ছবি: সংগৃহীত

ঢাকা: থাইল্যান্ডে প্রস্তাবিত নতুন সংবিধানের খসড়া প্রত্যাখ্যান করেছে দেশটির জাতীয় সংস্কার পরিষদ। এর ফলে সংবিধান প্রণয়নে নতুন আরেকটি কমিটি গঠন করে নতুন করে খসড়া প্রস্তুত করতে হবে।



রোববার (০৬ সেপ্টেম্বর) ২৪৭ সদস্যের জাতীয় সংস্কার পরিষদে খসড়া সংবিধানটি অনুমোদনের ব্যাপারে ভোট হয়। এতে সংবিধানটি প্রত্যাখ্যান করে এর বিপক্ষে ভোট দেন ১৩৫ জন সদস্য। আর অনুমোদনের পক্ষে ভোট দেন ১০৫ জন। ভোটের সময় অনুপস্থিত ছিলেন সাতজন।

এর আগে বিভিন্ন ইস্যুতে খসড়া সংবিধানটি বিতর্কিত হয়। বিশেষ করে, এর একটি ধারা সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে। এতে বলা হয়েছে, জাতীয় সংকটে ২৩ সদস্যের একটি প্যানেল সরকারের দায়িত্ব নিতে পারবে।

প্রস্তাবিত খসড়াটি প্রত্যাখ্যাত হওয়ায় নতুন কমিটি ফের খসড়া প্রস্তুতে ১৮০ দিন সময় পাবে।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।