ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২৪ হাজার শরণার্থী নেবে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
২৪ হাজার শরণার্থী নেবে ফ্রান্স ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরোপে চলমান অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী সংকট মোকাবেলায় ফ্রান্স ২৪ হাজার মানুষকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদ এ ঘোষণা দেন বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে।



এসময় তিনি বলেন, সংঘাত কবলিত দেশগুলো থেকে আসা শরণার্থীদের আশ্রয় দেওয়া ফ্রান্সের কর্তব্য। এরই অংশ হিসেবে এ দফায় ২৪ হাজার জনকে নেওয়া হবে।

ফ্রাসোঁয়া ওলাঁদ জানান, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে আলোচনা করে অভিবাসী সংকট মোকাবেলায় ইউরোপে জড়ো হওয়া মানুষগুলোকে এই অঞ্চলে সমহারে বন্টনের ব্যাপারে একমত হয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।