ঢাকা: ইউরোপে চলমান অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী সংকট মোকাবেলায় ২০ হাজার মানুষকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। তবে এক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছে দেশটি।
সোমবার (০৭ সেপ্টেম্বর) ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ ঘোষণা দেন। শরণার্থী সংকট মোকাবেলায় জার্মানি ও ফ্রান্সের পক্ষ থেকে যথাক্রমে ৩২ হাজার ও ২৪ হাজার মানুষকে আশ্রয় দেওয়ার ঘোষণা আসার পরপরই তিনি এ ঘোষণা দিলেন।
এর আগে, চার হাজার শরণার্থীকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে গত শুক্রবার (০৪ সেপ্টেম্বর) জানিয়েছিলেন ক্যামেরন।
সোমবারের ঘোষণায় ক্যামেরন বলেন, যারা এরই মধ্যে ইউরোপে পৌঁছে গেছেন তাদের মধ্যে থেকে নয়, জাতিসংঘের শরণার্থী শিবিরে থাকা সিরীয় উদ্বাস্তুদের মধ্যে থেকেই এই ২০ হাজার জনকে বেছে নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
আরএইচ
** ২৪ হাজার শরণার্থী নেবে ফ্রান্স
** আরও চার হাজার শরণার্থী নেবে যুক্তরাজ্য