ঢাকা: ভারতের রাজধানী দিল্লিতে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী একটি ফ্লাইট জরুরি অবতরণের পর যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
সোমবার সন্ধ্যায় হাইড্রোলিক ফেইলিয়রের কারণে জরুরি অবতরণের প্রয়োজন হয়ে পড়ে।
এতে রানওয়েতে আগুন ধরে যাওয়ার আশঙ্কা করা হলেও আগুন আর ছড়িয়ে পড়েনি। পরে উড়োজাহাজে থাকা ১৫৩ জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
যাত্রীদের সরিয়ে নিয়ে যাওয়ার পর উড়োজাহাজটিকে টারমাকের একপাশে সরিয়ে নেওয়া হয়।
কর্তৃপক্ষ কারণ খতিয়ে দেখতে শুরু করেছে।
বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
এবি
** আগুন ধরে যাওয়ায় এয়ার ইন্ডিয়ার প্লেনের জরুরি অবতরণ