ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পিকেকে-কে উৎখাতের ঘোষণা দিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
পিকেকে-কে উৎখাতের ঘোষণা দিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত

ঢাকা: কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) উৎখাতের ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভোতগলু।

রোববার (০৬ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে পিকেকে’র হামলায় ১৬ তুর্কি সেনা নিহত হয়।

এ ঘটনার প্রতিক্রিয়ায় সোমবার (০৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দিনগত রাতে টেলিভিশনে এক বক্তৃতায় দাভোতগলু এ ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, এই সন্ত্রাসীদের উৎখাত করতেই হবে। যাই ঘটুক, তাদের উৎখাত করা হবে।

দাভোতগলু বলেন, দেশের পর্বত তাদের হাতে ছেড়ে দিলে চলবে না। এসব এলাকা পুনরুদ্ধারে সব ধরনের পদক্ষেপই নিতে হবে।

এসময় তিনি ১ নভেম্বর অনুষ্ঠিতব্য তুরস্কের সংসদ নির্বাচন গণতান্ত্রিকভাবে সম্পন্ন হবে বলেও জানান। তিনি এ জন্য দেশের সবগুলো রাজনৈতিক শক্তিকে এক কাতারে এসে দাঁড়ানোর আহ্বান জানান।

** তুরস্কে পিকেকে বিদ্রোহীদের হামলায় ১৫ সৈন্য নিহত

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।