ঢাকা: তুরস্কে পুলিশের একটি মিনিবাসে বোমা হামলার ঘটনায় অন্তত ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) ইগদির প্রদেশে এ হামলার ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
তুরস্কে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এ হামলার দায় স্বীকার করে নিয়েছে।
এর আগে মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় মধ্যরাতে দেশটির পার্বত্য অঞ্চল ও ইরাকের উত্তরাঞ্চলে পিকেকে অধ্যুষিত এলাকাগুলোয় ব্যাপক বিমান হামলা চালায় তুর্কি বাহিনী। ছয় ঘণ্টাব্যাপী ওই অভিযানে অর্ধ শতাধিক জঙ্গিবিমান অংশ নেয়।
** পিকেকে’র স্থাপনায় তুর্কি বিমান হামলায় ৪০ বিদ্রোহী নিহত
** পিকেকে-কে উৎখাতের ঘোষণা দিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী
** তুরস্কে পিকেকে বিদ্রোহীদের হামলায় ১৫ সৈন্য নিহত
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
আরএইচ