ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অভিবাসী সংকট

ডেনমার্ক-জার্মানি রেল যোগাযোগ স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
ডেনমার্ক-জার্মানি রেল যোগাযোগ স্থগিত ছবি: সংগৃহীত

ঢাকা: অভিবাসন প্রত্যাশীদের ঢেউ ঠেকাতে জার্মানির সঙ্গে সব ধরনের রেল যোগাযোগ স্থগিত করেছে ডেনমার্ক।

বুধবার (৯ সেপ্টেম্বর) দেশটির একটি সীমান্তে প্রায় শতাধিক অভিবাসীকে থামিয়ে দেওয়ার পর এ সিদ্ধান্ত নেয় ডেনমার্ক।



এদিকে, পায়ে হেঁটে আসা প্রায় ৩০০ আশ্রয়প্রার্থীর কারণে জার্মানি-ডেনমার্কের মধ্যে সংযুক্ত একটি সড়কপথও বন্ধ করে দিয়েছে ডেনিশ পুলিশ।

সীমান্ত শহরে প্যাডবোর্গে থামিয়ে দেওয়া ‍‌এসব লোকের গন্তব্য সুইডেন বলে জানিয়েছেন তারা।

ডেনিশ পুলিশ জানিয়েছে, দুইটি ট্রেনে করে আসা প্রায় ২০০ অভিবাসীর অনেকেই ট্রেন ত্যাগ করতে রাজি নয়। কারণ কারা ডেনমার্কে নিবন্ধিত হতে আগ্রহী নয়।

বাংলাদেশ সময়: ০৩৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
এসআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।