ঢাকা: সংকটপূর্ণ সিরিয়ায় রাশিয়া তার সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে খবরে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো।
ন্যাটো প্রধান জ্য স্টোলটেনবার্গ বলেছেন, এ খবর সত্যি হলে রাশিয়ার উপস্থিতি সিরিয়ার সংঘাত সমাধানে সহায়ক হবে না।
এদিকে, বুধবার (৯ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি ফোনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভকে তার দেশের উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেন।
তবে চার বছর ধরে গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ার অন্যতম মিত্র রাশিয়ার দাবি, সিরিয়ায় বিশেষজ্ঞ সেনাদল পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের অসমর্থিত এক সরকারি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সিরিয়ার উপকূলীয় শহর টাটার্সে মস্কো আরও বিমান ও ট্যাংক অবতরণে সক্ষম জাহাজ পাঠিয়েছে। এ নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে যুক্তরাষ্ট্র ও ন্যাটো।
বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
এসআর