ঢাকা: সিরিয়ায় সেনাবাহিনীর সঙ্গে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৮ জনই সেনাসদস্য।
দেশটির পূর্বাঞ্চলে আইএসের শক্ত ঘাঁটি বলে পরিচিত একটি এলাকার সরকারি বিমান ঘাঁটির পাশে এ সংঘর্ষ হয়। সেখানে দায়িত্বরত মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা এসওএইচআর’র বরাত দিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
এসওএইচআর জানায়, বিমান ঘাঁটিতে দু’টি গাড়ি বোমা হামলা চালিয়ে সংঘর্ষে লিপ্ত হয় আইএস জঙ্গিরা। এসময় সেনাসদস্যরাও প্রতিরোধে এগিয়ে এলে ব্যাপক যুদ্ধ হয়। এতে ১৮ সৈন্য ও ২৩ জঙ্গি নিহত হয়।
ঘাঁটিটি পূর্বাঞ্চলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শেষ পা রাখার জায়গা ছিল বলেও জানাচ্ছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি।
অবশ্য, হামলার বিষয়ে স্পষ্ট কোনো খবর জানায়নি সিরিয়ার রাষ্ট্রীয় কোনো সংবাদ বা সম্প্রচারমাধ্যম।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
এইচএ