ঢাকা: লিবীয় উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমা থেকে অন্তত সাড়ে সাতশ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ৫টার দিকে (বাংলাদেশ সময় সকাল ৯টা) তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক বেসরকারি মানবাধিকার সংগঠন ডক্টর্স উইদাউট বর্ডার্স (এমএসএফ)।
বৈরুতে এমএসএফ মুখপাত্র ইয়াজান আল-সাদি জানিয়েছেন, সংগঠনটির তত্ত্বাবধানে লিবীয় উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় তিনটি ছোট নৌকা থেকে ওই শরণার্থীদের উদ্ধার করা হয়।
উদ্ধার শরণার্থীদের পরিচয় ও সঠিক সংখ্যা না জানিয়ে তিনি বলেন, উদ্ধার অভিযান এখনও চলছে।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
আরএইচ