ঢাকা: ঈদুল আজহাকে সামনে রেখে রাশিয়ার রাজধানী মস্কোয় উন্মুক্ত করা হয়েছে দেশটির সর্ববৃহৎ মসজিদ। নতুন এই মসজিদটিতে এক সঙ্গে নামাজ আদায় করতে পারবেন দশ হাজারের বেশি মানুষ।
১০ বছরের নির্মাণ কাজ শেষে স্থানীয় মুসলমান বাসিন্দাদের জন্য বুধবার (২৩ সেপ্টেম্বর) মসজিদটি উন্মুক্ত করে দেয়া হয়।
সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে নির্মিত মসজিদটি তুরস্ক ও ফিলিস্তিনের নেতাদের সঙ্গে নিয়ে উন্মুক্ত ঘোষণা করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এ সময় দেশটির মুসলিম নেতাদের প্রশংসা করে পুতিন বলেন, উগ্রপন্থীদের প্রপাগান্ডা প্রতিরোধে উৎসাহদায়ক ভূমিকা পালন করছেন রাশিয়ার মুসলমানরা।
মুসলমানরা রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়। রাজধানী মস্কোতেই বসবাস করেন ২০ লাখের বেশি মুসলমান।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এসইউ