ঢাকা: ভারতের মধ্যপ্রদেশে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা ৯০ জন ছাড়িয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার পেতলাওয়ার শহরে এ দুর্ঘটনা ঘটে। স্থানটি প্রাদেশিক রাজধানী ভূপাল থেকে ৩শ’ কিলোমিটার দূরে অবস্থিত।
এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এ দুর্ঘটনায় যারা আহত তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এ বিষয়ে তার সরকার সব রকম সহযোগিতা কবরে।
বিস্ফোরণে রেস্টুরেন্টের দোতলা ভবনটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বেশ কয়েকটি ভবন।
স্থানীয় পুলিশ বলছে, রেস্টুরেন্ট সংলগ্ন একটি ভবনে খনিতে বিস্ফোরণের কাজে ব্যবহৃত গ্যালেটিনের স্টিক রাখার ফলে ক্ষয়ক্ষতির ব্যাপকতা এতো বেশি।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এ ঘটনায় তদন্ত শুরু করতে বলেছেন।
এছাড়া নিহত সবার পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন চৌহান।
বাংলাদেশ সময়: ০৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
আইএ
** মধ্যপ্রদেশে গ্যাস বিস্ফোরণে ৮০ জনের মৃত্যু