ঢাকা: মক্কার পবিত্র মসজিদ আল হারামে ক্রেন ভেঙে পড়ার কারণ খুঁজে বের করার ঘোষণা দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেন তিনি।
শনিবার মসজিদ আল হারামে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন বাদশা সালমান। এছাড়া হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবরও নেন তিনি। হতাহতদের বেশিরভাগই ইরান, তুরস্ক, আফগানিস্তান, মিসর ও পাকিস্তানের নাগরিক।
এদিকে গত শুক্রবারের ভয়াবহ দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে অন্তত ১০৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ২৩৮ জন।
তবে সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যমে নিহতের সংখ্যা ১০৭ জন বলা হলেও মক্কার স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ এ সংখ্যা ১৫০ থেকে ১৮০ জন বলে দাবি করেছেন।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
আরআই