ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোদিকে আমন্ত্রণ জুকারবার্গের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
মোদিকে আমন্ত্রণ জুকারবার্গের ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যুক্তরাষ্ট্রের পাওলো আলটোতে অবস্থিত ফেসবুকের হেডকোর্য়াটারে আমন্ত্রণ জানালেন ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গ। ফেসবুকে পোস্ট দিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর এক বৈঠকে অংশ নিতে মোদিকে আমন্ত্রণ জানান ফেসবুক প্রধান।



ফেসবুক পোস্টে জুকারবার্গ বলেন, সামাজিক উদ্যোগের মাধ্যমে কিভাবে সামাজিক ও অর্থনৈতিক বাধা অতিক্রম সম্ভব সে ব্যাপারে আমি ও প্রধানমন্ত্রী মোদি আলোচনা করবো।

এ প্রসঙ্গে ফেসবুক ব্যবহারকারীদের প্রতি বিভিন্ন প্রশ্ন পাঠানোর আহ্বান জানিয়ে জুকারবার্গ বলেন, আলোচনার সময় প্রধানমন্ত্রী মোদির সামনে এসব প্রশ্ন তুলে ধরা হবে।

একই সঙ্গে গত বছর নিজের ভারত সফরের সময় মোদির সঙ্গে তার সাক্ষাতের বিষয়টিও তুলে ধরেন জুকারবার্গ।

বাংলাদেশ সময় ১৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।