ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হাঙ্গেরিতে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
হাঙ্গেরিতে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ

ঢাকা: হাঙ্গেরিতে রোববার (১৩ সেপ্টেম্বর) রেকর্ড সংখ্যক পাঁচ হাজার ৮শ নয় জন অভিবাসী প্রবেশ করেছেন। যা শনিবারের (১২ সেপ্টেম্বর) চার হাজার ৩শ ৩০ জনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।



সোমবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছে হাঙ্গেরি পুলিশ।

অভিবাসী প্রবেশের ঢেউ বাড়ার প্রেক্ষিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কঠোর আইন করার ঘোষণা দিয়েছে দেশটি। নতুন আইনে, অবৈধভাবে প্রবেশ করলে জেল হতে পারে।

হাঙ্গেরির নিউজ পোর্টাল ‘ইনডেক্সডটএইচইউ’র খবর, নতুন আইন হওয়ার আগেই প্রতিবেশী দেশ সার্বিয়া ‘জোর করে’ প্রায় ২৫ থেকে ৩০ হাজার অভিবাসী হাঙ্গেরিতে পাঠানোর চেষ্টা করবে।

এ বিষয়ে ইনডেক্সডটএইচইউ হাঙ্গেরির কর্মকর্তা সূত্র ব্যবহার করেছে।  

হাঙ্গেরিতে ঢোকা অভিবাসীদের লক্ষ্য প্রধানত ইউরোপ, বিশেষ করে অস্ট্রিয়া হয়ে জার্মানি ও সুইডেন।

এদিকে, কঠোর আইনের পাশাপাশি সার্বিয়ার সঙ্গে ১৩ ফুট উচ্চতার ১শ ৭৫ কিলোমিটারের একটি ‘বিতর্কিত’ সীমান্ত বেড়া তৈরি করতে যাচ্ছে হাঙ্গেরি।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।