ঢাকা: বিশ্বজুড়ে সবচেয়ে উষ্ণতম বছর হতে পারে আগামী দুই বছর। এমনটি বলছে, যুক্তরাজ্যের আবহাওয়া দফতরের একটি সাম্প্রতিক গবেষণা।
এ আশঙ্কাজনক উষ্ণতাবৃদ্ধি পরিবেশ, আবহাওয়া ও জীববৈচিত্র্যের উপর মারাত্মক প্রভাব ফেলবে গবেষণাটি সতর্ক করেছে।
গবেষণা দেখিয়েছে, প্রশান্ত অঞ্চলীয় এল নিনোর প্রভাবেই তাপমাত্রা প্রত্যাশার তুলনায় বেড়ে যাবে। যা পরবর্তীতে বিশ্বের অন্য অঞ্চলেও ছড়িয়ে পড়বে।
এদিকে, ২০১৫ সালে ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা রেকর্ড ছাড়াবে বলে বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত সর্বোচ্চ গড় তাপমাত্রা দশমিক ৬৮ সেলসিয়াস।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসএস