ঢাকা: ভারতের দিল্লিতে ডেঙ্গু প্রকোপে নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া এক হাজার আটশ জনের বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) কেজরিওয়াল সরকার রাজ্যের সরকারি হাসপাতালগুলোয় অতিরিক্ত এক হাজার বেডের ব্যবস্থার নির্দেশ দিয়েছে।
দিল্লির রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জেইন বলেছেন, সবগুলো সরকারি হাসপাতালে নির্দেশ পাঠানো হয়েছে। এসব হাসপাতালে ডেঙ্গু রোগী গেলে বা সেখানে যাওয়ার পর ডেঙ্গু শনাক্ত হলে অবশ্যই চিকিৎসা দিতে হবে।
এর আগে গত সপ্তাহে জ্বরে আক্রান্ত সাত বছর বয়সী এক শিশুকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ ওঠে রাজ্যের বেশ কয়েকটি হাসপাতালের বিরুদ্ধে। এ ঘটনায় বিনাচিকিৎসায় শিশুটির মৃত্যু হয়। সন্তানকে বাঁচাতে ব্যর্থ হওয়ায় পরে তার বাবা-মাও আত্মহত্যার পথ বেছে নেন।
এদিকে, দিল্লির সিটি কর্পোরেশন পরিচালক ওয়াই কে ম্যান বলেছেন, শহরে গত পাঁচ বছরের মধ্যে এটাই সবচেয়ে প্রাণঘাতী মহামারী।
বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আরএইচ