ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে বন্যায় ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে বন্যায় ১৬ জনের মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে বন্যায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের সবাই জায়ন ন্যাশনাল পার্ক এলাকারা বাসিন্দা।



উটাহ কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় এই অঙ্গরাজ্যে সোমবার (১৪ সেপ্টেম্বর) মৃত্যু হয় ১২ জনের। আর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মৃত্যু হয় আরও চারজনের। এছাড়া নিখোঁজ রয়েছেন তিনজন।

ছোটশহর হিলদালের ৩২ কিলোমিটার উত্তরে উটাহ-আরিজোনা সীমান্তবর্তী এলাকায় জায়ন ন্যাশনাল পার্ক অবস্থিত।

এক বিবৃতিতে পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যানিয়ন এলাকায় সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় কয়েকটি গাড়ি পাওয়া যায়। এ ব্যাপারে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অনুসন্ধান শুরু হয়।

উদ্ধার অভিযান চলছে জানিয়ে জায়ন ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষের মুখপাত্র আলি বাত্রুস বিবৃতিতে বলেন, পানির উচ্চতা কমার অপেক্ষায় আছেন উদ্ধারকর্মীরা। এরপরই নিখোঁজদের অনুসন্ধানে ব্যাপক অভিযান পরিচালনা করা হবে।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।