ঢাকা: দিল্লিতে ডেঙ্গু প্রকোপে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে গিয়ে দাঁড়িয়েছে। এছাড়া প্রায় দুই হাজার রোগী শনাক্ত হয়েছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
এ প্রকোপ যাতে মহামারী আকার ধারণ করতে না পারে, সে লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপও নিচ্ছে কেজরিওয়াল সরকার। তারপরও কুলিয়ে উঠতে পারছে না হাসপাতালগুলো। স্থানীয় সংবাদমাধ্যমের ছবি ও ভিডিও ফুটেজে দেখা গেছে, এক বিছানায় তিন থেকে চারজন করে রোগী রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সরকারি হাসপাতালগুলোয় রোববারের (২০ সেপ্টেম্বর) মধ্যে অতিরিক্ত এক হাজার বেড স্থাপণের নির্দেশ জারির পাশাপাশি এবার রাজ্য সরকার বেসরকারি হাসপাতালগুলোকেও অতিরিক্ত বেড স্থাপণ, চিকিৎসক ও সেবক নিয়োগের নির্দেশ দিয়েছে।
সেই সঙ্গে ডেঙ্গু চিকিৎসায় বেসরকারি হাসপাতালগুলোকে ছয়শ রুপির বেশি চার্জ না ধরারও নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আরএইচ