ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রিক উপকূলে নৌকাডুবিতে এক শিশু শরণার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
গ্রিক উপকূলে নৌকাডুবিতে এক শিশু শরণার্থীর মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: গ্রিক উপকূলে শরণার্থীবাহী এক নৌকাডুবির ঘটনায় পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৩ জন।



শনিবার (১৯ সেপ্টেম্বর) গ্রিসের দ্বীপ লেসবসের কাছে এ নৌকাডুবির ঘটনা ঘটে বলে জানিয়েছে গ্রিক কোস্টগার্ড।

কোস্টগার্ডের মুখপাত্র নিকোস লাগকাদিয়ানোস জানিয়েছেন, লেসবস ও তুরস্কের মধ্যবর্তী সাগর থেকে ১১ শরণার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে। একজন সাঁতরে উপকূলে পৌঁছেছেন। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৩ জন।

মৃত মেয়ে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান লাগকাদিয়ানোস।

নৌকায় থাকা শরণার্থীদের পরিচয় এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তারা সিরিয়া অথবা ইরাকের বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।