ঢাকা: ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে আলজেরিয়ার পশ্চিমাঞ্চল। বুধবার থেকে শুরু হওয়া বর্ষণে ভেসে গেছে অসংখ্য ঘরবাড়ি।
এ ঘটনায় দেশটির বন্যা প্লাবিত পশ্চিমাঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। এর মধ্যে ১৩ জন বিদেশি নাগরিক রয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
দেশটির দমকল বাহিনী জানায়, ভারী বর্ষণে পুরো এলাকায় ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। প্লাবিত হয় বিস্তীর্ণ অঞ্চল। উদ্ধার ১৬ মরদেহের মধ্যে ১৩টি আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকের। এর মধ্যে তিনজন আলজেরিয়ার নাগরিক রয়েছেন।
অধিকাংশ মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবারও তামানরাসেত শহরের ১০ কিলোমিটার দূরবর্তী এলাকায় চার বিদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে উদ্ধারকারী কর্তৃপক্ষ জানায়।
বিদেশি নাগরিকদের ব্যাপারে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি বলে জানায় সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসইউ