ঢাকা: তুরস্ক উপকূলে শরণার্থীবোঝাই একটি ডিঙি নৌকা ও ফেরির মধ্যে সংঘর্ষে চার শিশুসহ অন্তত ১৩ শরণার্থী নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
স্থানীয় দোগান সংবাদ সংস্থা জানায়, রোববারের (২০ সেপ্টেম্বর) ওই ঘটনার সময় নৌকাটিতে শিশুসহ ৪৬ জন শরণার্থী ছিলেন। শরণার্থীবোঝাই নৌকাটি তুরস্কের কানাক্কালি বন্দর থেকে গ্রিসের লেসবস যাচ্ছিলো।
এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখন পর্যন্ত ১৩ জন নিখোঁজের কথা জানিয়েছে সংবাদ সংস্থাটি।
তবে শরণার্থীরা কোন দেশের নাগরিক সে বিষয়ে কিছু জানা যায়নি।
এর আগে রোববার ভোরে গ্রিসের উপকূলে ৪৬ জন অভিবাসী নিয়ে একটি নৌকাডুবে যায়। কোস্টগার্ড ২০ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও ২৬ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
অভিবাসীদের সবাই সিরিয়া এবং আফগান নাগরিক বলে এবিসি অনলাইন উল্লেখ করেছে।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
জেডএস