ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নতুন সংবিধান কার্যকর, বদলে গেল হিমালয়কন্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
নতুন সংবিধান কার্যকর, বদলে গেল হিমালয়কন্যা ছবি: সংগৃহীত

ঢাকা: চলমান সহিংসতার মধ্যেই নেপালে কার্যকর হলো নতুন সংবিধান। এর ফলে হিন্দু রাষ্ট্র থেকে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হলো হিমালয়কন্যা।



রোববার (২০ সেপ্টেম্বর) দেশটির প্রেসিডেন্ট রাম বরণ যাদব আনুষ্ঠানিকভাবে সংবিধানটি উদ্বোধন করেন। এর আগে গত বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্টে দুই তৃতীয়াংশ সদস্যের ভোটে এটি গৃহীত হয়।

নতুন এই সংবিধানে রাষ্ট্রনীতি পরিবর্তন ছাড়াও হিমালয়কন্যা নেপালকে সাতটি প্রদেশে ভাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিরোধীদের মতে, এতে করে দেশের ঐতিহ্য হুমকির মুখে পড়বে। সেই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায় সীমানা ইস্যুতে দেশের সংসদে বৈষম্যের শিকার হবেন।

সংবিধান প্রণয়নে ২০০৮ সালে নেপালে গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু চার বছরেও সংবিধানের খসড়া প্রস্তুত করতে ব্যর্থ হয় এ পরিষদ। পরিষদ নেতাদের দাবি, রাজনৈতিক দলগুলোর বিরোধীতার কারণেই তা সম্ভব হয়নি।

পরে ২০১৩ সালে ফের গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ গণপরিষদ প্রায় দুই বছরের চেষ্টায় সংবিধানের একটি খসড়া প্রস্তুত করে।

বাংলাদেশ সময়: ০৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।