ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় ভূমিধসে ৭ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
শ্রীলঙ্কায় ভূমিধসে ৭ জনের প্রাণহানি ছবি: সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কার সেন্ট্রাল হিল এলাকায় ভারী বর্ষণ সৃষ্ট ভূমিধসে সাতজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় পানিবন্দী হয়ে পড়েছেন অনেকে।



শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

সেন্ট্রাল হিলের নুয়ারা ইলিয়া জেলার কোতমাল এলাকায় শুক্রবারের (২৫ সেপ্টেম্বর) এ ভূমিধসে অনেক ঘর-বাড়ি ভেসে যায়।

স্থানীয় পুলিশের মুখপাত্র জানান, কাঁদামাটির নিচে চাপা পড়ে দুই বছরের এক শিশুসহ মোট সাতজনের প্রাণহানি হয়েছে।

এ বর্ষণে দেশটির রাজধানী কলম্বোর অনেক জরুরি রাস্তা শনিবার দুপুর পর্যন্ত প্লাবিত ছিল বলেও এই মুখপাত্র জানান।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।