ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিনা ট্র্যাজেডি

জাতিসংঘের ‍অধীনে তদন্ত চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
জাতিসংঘের ‍অধীনে তদন্ত চায় ইরান ছবি : সংগৃহীত

ঢাকা: সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে ৭ শতাধিক হাজির মৃত্যুর ঘটনায় জাতিসংঘের অধীনে তদন্ত চায় ইরান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে এ দাবি করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

খবর: বিবিসির।

রুহানি মিনার এ ঘটনাকে হৃদয়-বিদারক হিসেবে অভিহিত করেন।

মিনার ওই ঘটনায় শনিবার পর্যন্ত মৃত ৭৬৯ জনের মধ্যে ইরানের ১৩০ হাজি রয়েছেন।

এদিকে, হজে আগতদের নিরাপত্তা নিয়ে সৌদি ‍আরব কর্তৃপক্ষের উদ্যোগের তীব্র সমালোচনা করেছে ইরান ও কয়েকটি দেশ।

বাংলাদেশ সময়: ২৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।