ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দালাইলামার যুক্তরাষ্ট্র সফর বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
দালাইলামার যুক্তরাষ্ট্র সফর বাতিল ছবি : সংগৃহীত

ঢাকা: তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামার ‍যুক্তরাষ্ট্র সফর বাতিল করা হয়েছে।

দালাইলামার যুক্তরাষ্ট্রের চিকিৎসকের পরামর্শে আগামী অক্টোবরের এ সিরিজ সফর বাতিলের খবর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তার দপ্তর থেকে জানানো হয়।

খবর: সিএনএন।

এ সিদ্ধান্তের জন্য তার দপ্তর থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়। এছাড়া যারা এ সফর আয়োজনে কাজ করেছেন তাদের ‍প্রতিও দুঃখ প্রকাশ করা হয়।

১৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ সিরিজ সফরে দালাইলামার যুক্তরাষ্ট্রের কলোরাডো, ম্যাসাচুসেটস, পেনসেলভেনিয়া ও উতাহ রাজ্যে ভাষণ দেওয়ার কথা ছিল।

এদিকে, এ খবরকে স্বাগত জানিয়েছে চীন। দেশটি দালাইলামাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিবেচনা করে।

তবে এ সফর বাতিল প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জুলিয়া স্ট্রেকার বলেছেন, দালাইলামা একজন শ্রদ্ধেয় বিশ্ব ব্যক্তিত্ব, যাকে সর্বদা যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো হয়।

বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।