ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কুন্দুজ দখল করে নিয়েছে তালেবান জঙ্গিরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
কুন্দুজ দখল করে নিয়েছে তালেবান জঙ্গিরা ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজ দখল করে নিয়েছে তালেবান জঙ্গিরা। শহরটির তিন দিক থেকে হামলা চালায় তারা।



সোমবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোরে তালেবানরা হামলাটি চালায় বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সূত্রের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার সকালে কুন্দুজ বেদখল হয়ে যাওয়ার পর আফগান নিরাপত্তা রক্ষীরা তা পুনরুদ্ধারের চেষ্টা করছে। শহরের সবগুলো সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে কয়েকটি পুলিশ স্টেশনও ঘিরে ফেলেছে তালেবান জঙ্গিরা।

তালেবান মূখপাত্রের বিবৃতি ও পুলিশ সূত্রের বরাত দিয়ে অপর একটি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাদেশিক সরকারের ভবন দখলে নিয়েছে জঙ্গিরা। সেই সঙ্গে শহরের দুইশ সজ্জার একটি হাসপাতালও নিয়ন্ত্রণে নিয়েছে তারা।

খবরে বেশ কয়েকজন হতাহতের জানানো হলেও সঠিক সংখ্যা জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।