ঢাকা: আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের একটি হারকুলেস সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১১জনের প্রাণহানি ঘটেছে।
শুক্রবার (০২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার দিনগত রাতে সি-১৩০ প্লেনটি জালালাবাদ বিমানবন্দরে বিধ্বস্ত হয়।
মার্কিন সেনাবাহিনীর কর্নেল ব্রিয়ান ত্রিবাস বার্তা সংস্থাকে জানান, নিহতদের মধ্যে ছয়জন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীতে কাজ করতেন। বাকিরা বেসামরিক ঠিকাদার ছিলেন।
দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মার্কিন সেনাবাহিনীর সি-১৩০ সামরিক প্লেনটি প্রধানত সেনা ও ভারী মালামাল বহনে ব্যবহৃত হয়।
এদিকে টুইটার বার্তায় তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, উড়ন্ত প্লেন থেকে সমতলে গোলা ছোড়া হচ্ছিল। কিন্তু হামলার কোনো আশঙ্কা ছিল না।
আফগান বাহিনীর পাশাপাশি তালেবানদের দখল থেকে কুন্দুজকে মুক্ত করতে কাজ করার সময়ই মার্কিন প্লেনটি বিধ্বস্ত হয়।
এখনও আফগানিস্তানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। যা এই বছরের শুরুতে ক্রমান্বয়ে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এমএ