ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘সিরিয়ায় রাশিয়ান অভিযান চলবে চারমাস’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
‘সিরিয়ায় রাশিয়ান অভিযান চলবে চারমাস’

ঢাকা: সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) বিরোধী অভিযান তিন থেকে চারমাস চলবে বলে জানিয়েছেন রাশিয়ান সংসদের নিম্নকক্ষে পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান অ্যালেক্সি পুশকভ।

শুক্রবার (০২ অক্টোবর) তিনি এ তথ্য জানিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়।



৩০ সেপ্টেম্বর থেকে আইএস দমনে সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়া। এ অভিযানে দেশটির যুদ্ধবিমানগুলোর মধ্যে এসইউ-২৪এম ও এসইউ-২৫ উল্লেখযোগ্য। এসইউ-২৪এম বিমানটি আকাশ থেকে ভূমিতে ও আকাশ থেকে আকাশে মিসাইল, বোমা ও রকেট হামলা চালাতে পারে। আর এসইউ-২৫ বিমান থেকে আকাশ থেকে ভূমিতে ও আকাশ থেকে আকাশে মিসাইল, লেজার নিয়ন্ত্রিত বোমা ও ক্লাস্টার বোমা হামলা চালানো যায়।

রাশিয়ার এ অভিযান শুরুর পরপরই সমালোচনায় মুখর হয়ে ওঠে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। সেই সঙ্গে এ অভিযান পরমাণু যুদ্ধকে উষকে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে তারা।

মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, সিরিয়ার আকাশ দখল করতেই রাশিয়া এ অভিযান শুরু করেছে। আইএস দমন দেশটির একটি বাহানা মাত্র।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।