ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জেরুজালেমে ছুরি ও বন্দুক হামলায় দুই ইসরায়েলি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
জেরুজালেমে ছুরি ও বন্দুক হামলায় দুই ইসরায়েলি নিহত ছবি : সংগৃহীত

ঢাকা: জেরুজালেমে দুই ইসরায়েলিকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক ফিলিস্তিনি। সেই সঙ্গে এক নারী ও শিশুও আহত হয়েছে এ ঘটনায়।

হামলাকারী চাকুর পাশাপাশি বন্দুকেরও ব্যবহার করেছে বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে।

শনিবার (০৩ অক্টোবর) এ হামলার ঘটনাটি ঘটে। এতে হামলাকারীও নিহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, পুলিশকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। জবাবে পুলিশ গুলি চালালে ঘটনাস্থলে হামলাকারীরও মৃত্যু হয়।

ইসরায়েল পুলিশের মুখপাত্র মিকি রোসেনফেল্ড জানিয়েছেন, আহত ওই নারীর অবস্থা আশঙ্কাজনক। তবে দুই বছর বয়সী যে শিশু আহত হয়েছে, তার আঘাত খুব বেশি গুরুতর নয়।

হামলাকারীর পরিচয়ও জানিয়েছে পুলিশ। তার নাম, মোহাম্মাদ শফিক হালানি (১৯)। সে পশ্চিম তীরে রামাল্লার নিকটবর্তী একটি গ্রামের বাসিন্দা।

জঙ্গি সংগঠন ইসলামিক জিহাদ হামলাকারীকে তাদের সদস্য বলে দাবি করলেও এ ঘটনার দায় স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।