ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে বন্দুকধারীদের হামলায় সেনাসহ নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
থাইল্যান্ডে বন্দুকধারীদের হামলায় সেনাসহ নিহত ২ ছবি : সংগৃহীত

ঢাকা: থাইল্যান্ডে একদল বন্দুকধারীর হামলায় সেনাবাহিনীর এক গোয়েন্দা কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার (০৩ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ইয়ালা প্রদেশে রামান জেলার বুয়েনাকো গ্রামে এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানোনো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।



রামান থানার দায়িত্বরত কর্মকর্তা পুলিশ কর্নেল ওয়ানচাই জিনদাওয়ান জানিয়েছেন, বন্ধুকে সঙ্গে নিয়ে ট্যাম্বন রিয়াংয়ের সুপে গ্রামের দিকে যাওয়ার পথে হামলার শিকার হন সেনা কর্মকর্তা সার্জেন্ট মোহাম্মদ সিলা। বন্দুকধারীরা তাদের পিক-আপ ট্রাক লক্ষ্য করে গুলি চালায়। এতে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে। আর ওই সেনা কর্মকর্তা ও তার বন্ধুর মৃত্যু হয়।

হামলাকারীরা সামরিক অস্ত্র ব্যবহার করেছে জানিয়ে ওয়ানচাই জিনদাওয়ান বলেন, এ ঘটনায় তদন্ত করছে পুলিশ। এখন পর্যন্ত বিদ্রোহের সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।