ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চরম দারিদ্র্য ১০ শতাংশের নিচে নামছে এ বছর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
চরম দারিদ্র্য ১০ শতাংশের নিচে নামছে এ বছর ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি বছরেই বিশ্বে চরম দারিদ্র্যের হার ১০ শতাংশের নিচে নেমে আসবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। প্রথমবারের মতো বিশ্ব এ অর্জন করবে।

তবে, দারিদ্র্য হ্রাসের এ খবর জানালেও বিশ্ব সংস্থাটি বলেছে, এখনও শ’ শ’ মিলিয়ন আফ্রিকানদের নিয়ে ‘মহাদুশ্চিন্তা’ করতে হচ্ছে।

রোববার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিশ্বব্যাংক। ওই প্রতিবেদনের বরাত দিয়ে সোমবার (৫ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

বিশ্বব্যাংকের বিশ্লেষণ মতে, এ বছর বিশ্বের ৭০২ মিলিয়ন মানুষ চরম দারিদ্র্য সীমার নিচে বসবাস করবে, যা বিশ্বের মোট জনগণের ৯ দশমিক ৬ শতংশ। এদের বেশিরভাগই সাহারা মরুভূমির পার্শ্ববর্তী আফ্রিকান ও এশিয়ার মানুষ।

বিশ্ব সংস্থাটির বিশ্লেষণ অনুযায়ী, ২০১২ সালে বিশ্বে চরম দারিদ্র্যের হার ছিল ১৩ শতাংশ (৯০২ মিলিয়ন)। ‍আর ১৯৯৯ সালে এর হার ছিল ২৯ শতাংশ।

এ বিষয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, বিশ্লেষণ অনুযায়ী বিশ্বের ইতিহাসে আমরাই প্রথম প্রজন্ম যারা চরম দারিদ্র্য দূর করতে পারি। এটা এখনকার বিশ্বে সবচেয়ে ভাল খবর।

দারিদ্র্যের বিষয়ে আগামী সপ্তাহে বিশ্বব্যাংক পেরুর রাজধানী লিমায় আন্তর্জাতিক মনিটারি ফান্ডের (আইএমএফ) প্রতিনিধিদের নিয়ে বার্ষিক সভা করবে বলেও জানান তিনি।

ইয়ং কিম বলেন, উন্নয়নশীল দেশের অর্থনৈতিক অগ্রগতি, স্বাস্থ্য ও শিক্ষাখাতে বিনিয়োগ এবং সামাজিক নিরাপত্তা বাড়ানোর কারণে অনেক মানুষ চরম দারিদ্র্যের হাত থেকে রক্ষা পেয়েছে।

চরম দারিদ্র্যের হার ১০ শতাংশের নিচে নেমে আসাকে নতুন মাইলফলক অভিহিত করে ইয়ং কিম দারিদ্র্যের হার আরও কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেন।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।