ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শরণার্থী সংকট

জার্মানিতে আশ্রয়প্রার্থী দেড় মিলিয়ন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
জার্মানিতে আশ্রয়প্রার্থী দেড় মিলিয়ন ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি বছরে জার্মানিতে আশ্রয়প্রার্থী মানুষের সংখ্যা দেড় মিলিয়ন ছাড়িয়ে যাবে, যা কর্তৃপক্ষের আগের অনুমানের চেয়ে প্রায় দ্বিগুণ।
 
সোমবার (০৫ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য প্রকাশিত হয়।



খবরে বলা হয়, বিষয়টি জার্মান সরকার নিশ্চিত করেনি। তবে দেশটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ সংখ্যা উল্লেখ করা হয়েছে।

বিপুল পরিমাণ শরণার্থীকে সাহায্য সহযোগিতা দিতেও জার্মান সরকার সমর্থ হবে না বলে প্রতিবেদনে সতর্ক করা হয়।

এদিকে সম্প্রতি দেশটির একজন মন্ত্রী বলেন, এবার সব মিলিয়ে ১.২ থেকে ১.৫ মিলিয়ন শরণার্থী আসার সম্ভাবনা রয়েছে।

তবে দেশটির সরকারের দেওয়া পূর্বের ঘোষণা অনুযায়ী, এবার ৮ লাখ থেকে ১ মিলিয়ন শরণার্থীকে আশ্রয় দেওয়ার পরিকল্পনা আছে জার্মানির।

সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিপুল পরিমাণ এই শরণার্থীদের বেশির ভাগই সিরিয়া, ইরাক এবং আফগানিস্তান থেকে পালিয়ে এসেছেন।  

তবে বলকান, এশিয়া ও আফ্রিকান অঞ্চলের শরণার্থীও রয়েছে, যারা অর্থনৈতিক কারণে অভিবাসী হয়েছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার অ্যান্থোনিও গুয়েতেরেস বলেন, ইউরোপকে শরণার্থী সংকট নিরসনে আলোচনা চালিয়ে যেতে হবে। এ সংকট ভয় বনাম সমবেদনার এবং বিদ্বেষ বনাম সহনশীলতার।
 
সব ধর্মের শরণার্থীদের সহনশীল ও অকপটভাবে স্বাগত জানাতে ইউরোপের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।