ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লেবাননে বিক্ষোভকারীদের ওপর চড়াও পুলিশ, আটক ২৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
লেবাননে বিক্ষোভকারীদের ওপর চড়াও পুলিশ, আটক ২৭

ঢাকা: লেবাননের রাজধানী বৈরুতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়ে জলকামান ও কাঁদানে গ্যাস ছুড়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।

এ সময় ২৭ জন বিক্ষোভকারী আটক হয়েছেন বলে আন্দোলনরতদের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।



বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে।

দেশটির রেডক্রস জানিয়েছে, এ ঘটনায় ৩৫ বিক্ষোভকারী আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।

ফাদি রামেজ নামে এক বিক্ষোভকারী বলেন, আমরা সেখানে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করছিলাম। কিন্তু পুলিশ আমাদের ওপর চড়াও হয়। এ রকম ব্যবহারের জন্য পুলিশের লজ্জিত হওয়া উচিত।

আটককৃতদের ছেড়ে না দেওয়া পর্যন্ত রাস্তায় অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।

এদিকে দেশটির আভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, শুরু থেকেই বিক্ষোভকারীরা পুলিশের ওপর চড়াও হয়ে দু’পাশের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করছিল। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন বলেও দাবি করা হয়।

উল্লেখ্য,গত আগস্টে বর্জ্য ব্যবস্থাপনা নীতি আর সরকারের সীমাহীন দুর্নীতির প্রতিবাদ করতে সরকার বিরোধী এ আন্দোলনে নামে বিক্ষোভকারীরা। ২০১৪ সালের মে মাস থেকে দেশটিতে প্রধানমন্ত্রীর পদ ফাঁকা থাকায় মন্ত্রিসভায় সংকট দেখা দেয়।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।