ঢাকা: তুরস্কের রাজধানী আঙ্কারায় র্যালিতে আত্মঘাতী বোমা হামলায় ৯৫ জন নিহতের জের ধরে পিকেকে বিদ্রোহীদের অবস্থানের ওপর আবারও বিমান হামলা চালিয়েছে দেশটির বিমান বাহিনী।
সোমবার (১২ অক্টোবর) তুর্কি সেনাবাহিনীর এক সিনিয়ার কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
খবরে বলা হয়েছে, রোববার (১১ অক্টোবর) উত্তর ইরাকের দক্ষিণ-পূর্ব এলাকায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) অবস্থানকে লক্ষ্য করে বিমান হামলা চালায় তুরস্ক। হামলায় মেতিনা এবং যাপ এলাকায় পিকেকে বিদ্রোহীদের সব স্থাপনা ধ্বংস হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (১০ অক্টোবর) তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি শান্তি র্যালিতে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ৯৫ জন নিহত হয়। হামলাকালে দু’জন আত্মঘাতী হামলাকারী দু’টি বোমা বিস্ফোরণ ঘটায় বলে দাবি করেন দেশটির প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু।
এরপর ওই দিনই দেশটির দিয়ারবাকির প্রদেশে পিকেকে’র একটি স্থাপনায় বিমান হামলা চালায় তুর্কি বিমান। এ হামলায় ৪৯ জন নিহতের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও তা নিশ্চিত করেনি দেশটির সরকার।
এদিকে শনিবার পিকেকে’র দেওয়া নতুন যুদ্ধবিরতির ঘোষণা প্রত্যাখ্যান করেছে তুরস্ক সরকার। এরপরই জঙ্গি সংগঠনটির ওপর হামলা চালালো তুর্কি বিমান।
পিকেকে’র বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তুর্কি এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, পিকেকে’র যুদ্ধবিরতির ঘোষণা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। কোনো বিরতি ছাড়াই তাদের ওপর এ ধরনের হামলা অব্যাহত থাকবে।
** আঙ্কারায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
আরএইচএস/ আরএম