ঢাকা: লাঞ্চের জন্য পাশের সাবওয়ে রেস্টুরেন্টে একটি স্যান্ডউইচের অর্ডার দেন জে আর্মস্টিড। কিন্তু তিনি কি জানতেন ‘ফ্রি’র এই যুগে বাড়তি উপাদান হিসেবে কাঙ্ক্ষিত স্যান্ডউইচের সঙ্গে মিলবে ইদুর!
সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ওরিগনের পোর্টল্যান্ডের বাসিন্দা আর্মস্টিডের ভাগ্যে।
জানা যায়, লাঞ্চ সারতে আমেরিকার ফাস্টফুড রেস্টুরেন্ট ‘সাবওয়ে’-তে স্যান্ডউইচের অর্ডার দেন আর্মস্টিড। পানীয় নিয়ে বসে স্যান্ডউইচের প্যাকেটটি খুলতেই হতবাক তিনি। কারণ মাংস, সবজি, চিজ, টমেটো দিয়ে তৈরি স্যান্ডউইচের সঙ্গে মিলল ইদুর, তাও আবার ভেজা।
বিষয়টি দেখার পর আর্মস্টিডের বন্ধু ম্যাট জোন্স এর ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। যা দ্রুত ছড়িয়ে পড়ে সবার কাছে।
এদিকে ওই ঘটনার পর সাবওয়ের এক কর্মকর্তা অর্থ ফেরতসহ ফ্রি আরেকটি স্যান্ডউইচের অফার করেন। যদিও আর্মস্টিড বা তার বন্ধু জোন্স কারোরই আর স্যান্ডউইচ খাওয়ার কোনো ইচ্ছা নেই।
এ বিষয়ে জোন্স বলেন, ঘটনাটি যেমন মজাদার তেমনি বিরক্তিকরও। আমি হাসছি কারণ, যা ঘটেছে তাতে কী করার আছে।
ওই ঘটনার পর এক বিবৃতিতে সাবওয়ে জানায়, স্বাস্থ্য সচেতনার জন্য যা করা দরকার তার সব বিষয় রেস্টুরেন্টটি মেনে চলবে।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
জেডএস