ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের উপর হামলার নিন্দায় মানবাধিকার সংস্থাগুলো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
ফিলিস্তিনিদের উপর হামলার নিন্দায় মানবাধিকার সংস্থাগুলো ছবি: সংগৃহীত

ঢাকা: ইসরায়েলের দমন-পীড়ন ও মানবাধিকার কর্মীসহ শতাধিক ফিলিস্তিনিকে গ্রেফতারের নিন্দা জানিয়েছে স্থানীয় মানবাধিকার সংস্থাগুলো।  

মঙ্গলবার (২০ অক্টোবর) স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে এ খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



খবরে জানানো হয়, সোমবার (১৯ অক্টোবর) ফিলিস্তিনের উম্মা আল-ফাহম এলাকা থেকে ইসরায়েল সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ায় আট মানবাধিকার কর্মীকে আটক করেছে পুলিশ। এর আগে গত সপ্তাহেও শতাধিক বিক্ষোভকারী ও মানবাধিকার কর্মীকে আটক করা হয়।

হাইফাভিত্তিক ফিলিস্তিনের যুব পরামর্শক সংগঠন বালাদনার পরিচালক নাদিম নাশিফ বলেন, কঠোর দমননীতি শুরু করেছে ইসরায়েল। ফিলিস্তিনিদের দ্বিতীয় জাগরণ বা আল-আকসা ইন্তিফাদার সময়কার মতো এবারও আমাদেরকে ভয় দেখানোর অপচেষ্টা চলছে। কিন্তু আমাদের দল অনেক ভারি।

এদিকে, সোমবার (১৯ অক্টোবর) ইসরায়েলের বীরশেবা বাসস্টেশনে পুলিশের হামলায় একজন ইরিত্রীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় জড়িতদের সঠিক বিচারের দাবি জানিয়েছে ইসরায়েলের মানবাধিকার সংস্থাগুলো।

বাংলাদেশ সময় ১২০৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।