ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সবচেয়ে বড় রুটি বানিয়ে গিনেস বুকের পাতায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
সবচেয়ে বড় রুটি বানিয়ে গিনেস বুকের পাতায়

ঢাকা: সবচেয়ে বড় রুটি তৈরি করে গিনেস বুকের পাতায় নাম লেখালেন ফ্রান্স ও ইতালির বেকারি শ্রমিকরা।

১২০ মিটার লম্বা রুটিটি (বাগেট) তৈরি করতে দু’দেশের ৬০ জন কর্মী টানা সাত ঘণ্টা শ্রম দিয়েছেন।

রুটিটি বানাতে তারা পোর্টেবল ওভেন ব্যবহার করেন।

এর আগে ১১১ মিটার লম্বা রুটির রেকর্ড ছিল ফ্রান্সের সুপার মার্কেটের বেকারি শ্রমিকদের।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএইচএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।