ঢাকা: সিরিয়ায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ওপর বিমান হামলায় কমপক্ষে ৪০ জন জঙ্গি নিহত হয়েছেন। তবে কে বা কারা এই হামলা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
রোববার (১৮ অক্টোবর) যুক্তরাজ্যভিত্তিক এক পর্যবেক্ষণ সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
খবরে বলা হয়, শনিবার (১৭ অক্টোবর) এবং রোববার (১৮ অক্টোবর) দুদিনে সিরিয়ার হামা প্রদেশে আইএসের ১৬টি গাড়িবহর লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে কমপক্ষে ৪০ জন জঙ্গি নিহত হন।
তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত করা যাচ্ছে না বলেও জানায় পর্যবেক্ষণ সংস্থাটি।
এ বিষয়ে পর্যবেক্ষণ সংস্থাটির প্রধান রামি আব্দেল রহমান একটি বার্তা সংস্থাকে বলেন, এই মুহূর্তে বলা যাচ্ছে না যুদ্ধ বিমানগুলো রাশিয়া না সিরিয়ার। তবে এটা নিশ্চিত যে, হামলাকারী বিমানগুলো ওয়াশিংটন নেতৃত্বতাধীন জোটের অন্তর্ভুক্ত নয়।
উল্লেখ্য, সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষ নিয়ে আইএস নির্মূলে গত ৩০ সেপ্টেম্বর বিমান হামলা শুরু করে রাশিয়া।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএইচএস/এমজেএফ/