ঢাকা: পাকিস্তানে যাত্রীবাহী একটি বাসে বোমা হামলার ঘটনায় দুই শিশুসহ অন্তত ১১ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় রাতে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর কুয়েত্তায় সারইয়ব সড়কে দুকানি বাবা চক এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ৪০ জন যাত্রী নিয়ে বাসটি কোয়াত্তার সারইয়ব এলাকায় পৌঁছালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
পাকিস্তানি পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, বিস্ফোরক যন্ত্রটি গাড়ির ছাদে লাগানো ছিল। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করনো হয়েছে।
এ ঘটনায় কোনো সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত দায় স্বীকার করে নেওয়া হয়নি।
বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
আরএইচএস/আরএইচ