ঢাকা: শীতে টানা দু’দিন আটকে থাকার পর স্বস্তির দেখা পেলেন সার্বিয়া সংলগ্ন ক্রোয়েশিয়ার সীমান্তে অপেক্ষারত শরণার্থীরা। দেশটি তার সীমান্ত খুলে দিয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) এ সীমান্ত খুলে দেওয়া হয় বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র মুখপাত্র মেলিতা সানজিক জানান, কোনোরকম ঘোষণা ছাড়াই সীমান্ত খুলে দেয়া হয়েছে। অভিবাসন প্রত্যাশীদের প্রতি সীমান্ত অতিক্রম করারও আহ্বান জানিয়েছে ক্রোয়েশিয়া।
সীমান্ত খোলার পর দেশটিতে তিন সহস্রাধিক শরণার্থী প্রবেশ করেছেন বলে জানান তিনি।
এর আগে গত শনিবার (১৭ অক্টোবর) ক্রোয়েশিয়ার সঙ্গে হাঙ্গেরির সীমান্ত বন্ধ করে দেওয়ার পর এই অঞ্চলে শরণার্থী সংকট প্রকট আকার ধারণ করে। অভিবাসন প্রত্যাশীদের স্রোত স্লোভেনিয়ার দিকে ধাবিত হতে শুরু করে।
এদিকে, স্লোভেনিয়াও সীমিত সংখ্যক অভিবাসন প্রত্যাশীকে ঢুকতে দেবে বলে জানিয়ে দেয়। এই পরিপ্রেক্ষিতে বিপাকে পড়ে যায় ক্রোয়েশিয়া।
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
আরএইচএস/আরএইচ