ঢাকা: ইরাক ও সিরিয়ায় আইএস বিরোধী অভিযান থেকে কানাডার যুদ্ধবিমান প্রত্যাহার করে নেবে বলে দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দিয়েছেন। তবে এ বিষয়ে তিনি কোনো সময়সীমা উল্লেখ করেননি।
লিবারেল পার্টির হয়ে নির্বাচনে জয়লাভের কয়েক ঘণ্টার মধ্যে তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে প্রথম টেলিফোন আলাপে তার এ সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছেন।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, ট্রুডো সিএফ-১৮ যুদ্ধবিমান বহরকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন, যেগুলো ২০১৬ সালের মার্চ পর্যন্ত আইএস বিরোধী অভিযানে দেশ দু’টিতে রাখার কথা ছিলো।
দেশটির গত সোমবারের জাতীয় নির্বাচনে জয়লাভ করেন ট্রুডো। কানাডায় প্রায় এক দশক পরে কনজারভেটিভ পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপারকে হারিয়ে ক্ষমতায় এলো লিবারেল পার্টি।
জাস্টিন ট্রুডো হাইস্কুল শিক্ষক ছিলেন। তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী পিয়েবে ট্রুডোর বড় ছেলে।
বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
আরএম