ঢাকা: হঠাৎ মস্কো সফর করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। ২০১১ সালে সিরিয়ায় সংকট শুরুর পর এটাই তার প্রথম বিদেশ সফর।
মঙ্গলবার (২০ অক্টোবর) মস্কো সফরে যান আসাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতেই তার এ সফর বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।
সাক্ষাতে আসাদ তার দেশে রাশিয়ার সামরিক পদক্ষেপের জন্য পুতিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ অভিযান সিরিয়ায় সন্ত্রাসের সংক্রমণ বন্ধ করেছে।
পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে বুধবার (২১ অক্টোবর) স্থানীয় সময় সকালেই আসাদ দামেস্কে ফিরে গেছেন বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
এদিকে, দামেস্কে সেনা অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন পুতিন। সেই সঙ্গে সবগুলো পক্ষকে এক হয়ে রাজনৈতিক একটি সমাধান খোঁজারও তাগিদ দেওয়া হয়েছে তার সরকারের পক্ষ থেকে। বুধবার ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
আরএইচ