ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সবাই ‘তেল আবিবের কসাই’ বলেই চেনে। ফিলিস্তিনি জনগণের প্রতি তার অবর্ণনীয় নিষ্ঠুরতার কথা দুনিয়ার সবাই জানে।
প্রতিবেদনে নেতানিয়াহুর বক্তব্য তুলে ধরা হয়েছে এভাবে: ‘He says that Palestine’s leadership in the 1930s is the reason 6 million Jews died at Adolf Hitler’s hands.’
নেতানিয়াহুর দাবি, হিটলার ইহুদিদের হত্যা করতে চান নি, তিনি শুধু চেয়েছিলেন জার্মানি থেকে তাদের বহিষ্কার করতে। নেতানিয়াহুর এই নতুন ‘তত্ত্ব’ (Netanyahu’s “theory,”_ অনুযায়ী ১৯২০ ও ১৯৩০—এর দশকে প্যালেস্টাইনের সর্বোচ্চ মুফতি হাজ আমি আল হোসাইনি হিটলারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তার প্ররোচনাতেই নাকি হিটলার জার্মানিতে ব্যাপক ইহুদি-নিধন শুরু করেন। নইলে হিটলার এমন লোক ছিলেন না যে এমনি এমনি ইহুদি-নিধনযজ্ঞে মেতে উঠবেন।
নেতানিয়াহুর এই উদ্ভট দাবিকে পত্রিকাটি অবশ্য যুক্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তারা বলেছে, ‘ইতিহাস নেতানিয়াহুর পক্ষে নেই’। তারা দু’জন ইতিহাসবিদের বই থেকে প্রমাণ হাজির করে বলেছে, হিটলারের সাথে আল হোসাইনির বৈঠক কখনোই হয়নি। কিন্তু নেতানিয়াহু নামের উন্মাদকে থামায় কে।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
জেএম