ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আব্বাসকে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বান কি-মুনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
আব্বাসকে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বান কি-মুনের বান কি-মুন

ঢাকা: ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি সংঘাত পরিহার করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।

বুধবার (২১ অক্টোবর) মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করে বান কি-মুন এ আহ্বান জানান।

আল-আকসা মসজিদে প্রবেশকে কেন্দ্র করে ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে নতুন করে সংঘাত শুরুর তিন সপ্তাহের মাথায় আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জাতিসংঘ মহাসচিব বলেন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। তবে শেষ পর্যন্ত ফিলিস্তিনি ও ইসরায়েলিদেরকেই শান্তির পথটা বেছে নিতে হবে। আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, চলমান সহিংসতা বন্ধ করা।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।